আইপিএল 2024 টিম
আইপিএল 2024 পয়েন্ট টেবল
সম্পূর্ণ টেবিলক্রিকেটের খবর
IPL এর প্রাণই হল ফ্র্য়াঞ্চাইজি অর্থাৎ প্রতিটা টিম। ২০০৮ সাল থেকে আইপিএল ৮টি টিম দিয়ে শুরু হয়েছিল। যে টিমগুলে ভারতের ৮টি আলাদা আলাদা শহর থেকে এসেছিল। পরবর্তীতে বিভিন্ন সময় এখানে আরও কয়েকটি দল যোগ দিয়েছে আবার কয়েকটি টিম সরেও দাঁড়িয়েছে। রাজস্থান রয়্যালস (জয়পুর), পঞ্চাব কিংস (মোহালি), দিল্লি ক্যাপিটালস (দিল্লি), কলকাতা নাইট রাইডার্স (কলকাতা), সানরাইজার্স হায়দরাবাদ/ডেকান চার্জার্স (হায়দরাবাদ), চেন্নাই সুপার কিংস (চেন্নাই), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (বেঙ্গালুরু) এবং মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই) আইপিএলের শুরুর দিকের ৮ ফ্র্যাঞ্চাইজি ছিল। ২০২২ সালে গুজরাট টাইটান্স (আমেদাবাদ) আর লখনউ সুপার জায়ান্টস (লখনউ) যোগ দেওয়ার পর আইপিএলে মোট টিমের সংখ্যা ৮ থেকে ১০ হয়েছে।
প্রশ্ন- আইপিএলের সবচেয়ে দামি দল কোনটি?
প্রশ্ন- আইপিএলের বর্তমান ১০টি দল ছাড়াও এর আগে কোন দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে?
প্রশ্ন - আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে মোট কতজন খেলোয়াড় খেলতে পারে?