D-Tan Facial: একদিনে ত্বক হবে ফর্সা, ধবধবে যদি বাড়িতেই বানিয়ে নেন এই ডি-ট্যান প্যাক

D-Tan Facial: বাড়িতে থাকা উপকরণেই এবার হোক ডিৃট্যান ফেসিয়াল। সাদা পেস্ট মিশিয়ে নিলে ট্যান উঠবেই

| Updated on: Aug 22, 2023 | 11:13 AM
প্রথমে নারকেল তেল আর গোলাপ জল মিশিয়ে মুখে ভাল করে ম্যাসাজ করুন। তার আগে মুখ খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে। নারকেল তেলের সঙ্গে আলুর রস বা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন

প্রথমে নারকেল তেল আর গোলাপ জল মিশিয়ে মুখে ভাল করে ম্যাসাজ করুন। তার আগে মুখ খুব ভাল করে পরিষ্কার করে নিতে হবে। নারকেল তেলের সঙ্গে আলুর রস বা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন

1 / 8
যত ভাল ম্যাসাজ করবেন ততই ত্বকের গ্লো বাড়বে। মিখে খুব ভাল করে ম্যাসাজ করে নিয়ে ভেজা একটা তোয়ালে দিয়ে মুছে নেবেন ভাল করে।

যত ভাল ম্যাসাজ করবেন ততই ত্বকের গ্লো বাড়বে। মিখে খুব ভাল করে ম্যাসাজ করে নিয়ে ভেজা একটা তোয়ালে দিয়ে মুছে নেবেন ভাল করে।

2 / 8
একটা বাটিতে ছোট চামচের হাফ চামচ শ্যাম্পু, দু চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। এবার মেশান এক চামচ চিনি। চিনি এক্সফোলিয়েশনে ভীষণ ভাল সাহায্য করে

একটা বাটিতে ছোট চামচের হাফ চামচ শ্যাম্পু, দু চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। এবার মেশান এক চামচ চিনি। চিনি এক্সফোলিয়েশনে ভীষণ ভাল সাহায্য করে

3 / 8
এর মধ্যে দেড় চামচ বেসন, হাফ চামচ টমকই ভাল করে মিশিয়ে খুব সামান্য সাদা দাঁতের মাজন মিশিয়ে দিন। ব্ল্যাক হে়ডস, হোয়াইট হেডস আর ট্যান তুলবে এই পেস্ট

এর মধ্যে দেড় চামচ বেসন, হাফ চামচ টমকই ভাল করে মিশিয়ে খুব সামান্য সাদা দাঁতের মাজন মিশিয়ে দিন। ব্ল্যাক হে়ডস, হোয়াইট হেডস আর ট্যান তুলবে এই পেস্ট

4 / 8
এবার সারা মুখে খুব ভাল করে এই প্যাক লাগিয়ে নিতে হবে। যেখানে কালো ছোপ থাকবে সেখানেই লাগান এই প্যাক।

এবার সারা মুখে খুব ভাল করে এই প্যাক লাগিয়ে নিতে হবে। যেখানে কালো ছোপ থাকবে সেখানেই লাগান এই প্যাক।

5 / 8
এই ফেসিয়াল সপ্তাহে একদিন করলেই হবে। তার বেশি নয়। বাড়ির ছোটদেরও এই প্যাক লাগিয়ে দিতে পারেন। ১৫ মিনিট এই প্যাক লাগিয়ে রাখতে হবে। এর বেশি রাখার দরকার নেই। এতেই উজ্জ্বল ভাব আসবে।

এই ফেসিয়াল সপ্তাহে একদিন করলেই হবে। তার বেশি নয়। বাড়ির ছোটদেরও এই প্যাক লাগিয়ে দিতে পারেন। ১৫ মিনিট এই প্যাক লাগিয়ে রাখতে হবে। এর বেশি রাখার দরকার নেই। এতেই উজ্জ্বল ভাব আসবে।

6 / 8
এবার তা মুখ থেকে ভাল করে মুছে নিতে হবে। এতে পিগমেন্টেশন, দাগ-ছোপ তুলে দেয়। বয়সের ছাপ কমাতেও সাহায্য করে এই প্যাক। এবার পরিষ্কার জলে মুখ ধুয়ে নিতে হবে।

এবার তা মুখ থেকে ভাল করে মুছে নিতে হবে। এতে পিগমেন্টেশন, দাগ-ছোপ তুলে দেয়। বয়সের ছাপ কমাতেও সাহায্য করে এই প্যাক। এবার পরিষ্কার জলে মুখ ধুয়ে নিতে হবে।

7 / 8
এবার মুখে হালকা ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগান। রাতের দিকে এই ফেসিয়াল করলে বেশি ভাল কাজ হবে। এই সময় ত্বকে রিপেয়ারিং-এর কাজ চলে। তাই রাতেই সময় নিয়ে এই ফেসিয়াল করুন।

এবার মুখে হালকা ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগান। রাতের দিকে এই ফেসিয়াল করলে বেশি ভাল কাজ হবে। এই সময় ত্বকে রিপেয়ারিং-এর কাজ চলে। তাই রাতেই সময় নিয়ে এই ফেসিয়াল করুন।

8 / 8
Follow Us: