অনেকেই রাতে চুলে তেল মাখেন। সকালে উঠে শ্যাম্পু করে নেন। এতে চুলের স্বাস্থ্য ভাল থাকে। কিন্তু রাতে কখন মুখে তেল মেখে ঘুমিয়েছেন? বিশেষজ্ঞদের মতে, রাতে মুখে আমন্ড অয়েল মাখলে, পরদিন সকালে পাবেন জেল্লাদার ত্বক।
শুষ্ক ত্বকের যত্নে নাইট ক্রিমের বদলে আমন্ড অয়েল ব্যবহার করুন।হাজারো উপকারিতা পাবেন। আমন্ড অয়েলের মধ্যে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই রয়েছে। এটি ত্বককে গভীরে গিয়ে ময়েশ্চারাইজ করে তোলে। এতে ত্বক হাইড্রেটেড থাকে।
আমন্ড অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে। এটি ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি মুক্ত র্যাডিকেলের সঙ্গে লড়াই করে ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। তাই আমন্ড অয়েল মাখলে বলিরেখা, সূক্ষ্মরেখা আপনাকে ছুঁতে পারবে না।
আমন্ড অয়েলের মধ্যে একাধিক ভিটামিন ও মিনারেল রয়েছে। এটি ত্বককে দাগছোপের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি মসৃণ ও কোমল ত্বক গঠনে সাহায্য করে।
আমন্ড অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ত্বককে যে কোনও ধরনের চুলকানি, র্যাশ, ফুসকুড়ি, ব্রণর হাত থেকে বাঁচায়। রাতে আমন্ড অয়েল মেখে ঘুমোতে গেলে ত্বকের প্রদাহ কমে।
রাতের স্কিন কেয়ার রুটিনে আই ক্রিম থাকেই। আই ক্রিমের বদলে চোখের চারপাশের চামড়ায় আমন্ড অয়েল মালিশ করুন। এটি ফোলা চোখ, ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে সহায়ক।
মেকআপ রিমুভার শেষ? ভয় পাবেন না। মেকআপ তুলতে কাজে আসতে পারে আমন্ড অয়েল। দিনের শেষে আমন্ড অয়েল দিয়ে মুখও পরিষ্কার করতে পারেন। এটি ত্বকের উপরিস্তরে জমে থাকা ময়লা, মেকআপ সমস্ত পরিষ্কার করে দেয়।
ওমেগা-৩ ও ৬ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আমন্ড অয়েল। তাই এই তেল সুন্দর ত্বক গঠনে সাহায্য করে। পাশাপাশি স্ট্রেচ মার্কস, দাগছোপ দূর করতে সাহায্য করে আমন্ড অয়েল। তাই রাতের স্কিন কেয়ার রুটিনে এই তেলকে সঙ্গী করতে পারেন।