মুখের ওপেন পোরস ঢাকতে সবচেয়ে কার্যকর ফেস প্রাইমার। প্রাইমার ব্যবহারের ফলে মুখের রন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়। যার জেরে তেল নিঃসরণ কমে যায়। এতে ত্বক ম্যাট-ফিনিশ ও মসৃণ দেখায়।
প্রাইমার একমাত্র মেকআপ করার আগেই ব্যবহার করা হয়। রোজ মেকআপ না করলে প্রাইমার ব্যবহারের প্রয়োজন পড়ে না। তাহলে ওপেন পোরস ঢাকবেন কীভাবে?
মুখের রন্ধ্রগুলো খোলা থাকলে ধুলো-ময়লা জমে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা দেখা দেয়। পাশাপাশি মুখে সেবাম উৎপাদন ও তেল নিঃসরণ বাড়ে। তাই প্রাইমার ছাড়া ওপেন পোরস ঢেকে ফেলার উপায় খুঁজতে হবে।
ওপেন পোরস ঢাকতে হলে সঠিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া জরুরি। নিয়মিত মুখ পরিষ্কার করুন। দিনে দু'বার ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন। এতে ওপেন পোরসে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং ব্রণর সমস্যা কমবে।
ওপেন পোরসের সমস্যা কমাতে হলে সপ্তাহে দু'বার এক্সফোলিয়েশন জরুরি। তবে, ত্বকের উপর হালকা স্ক্রাব ব্যবহার করবেন। খুব বেশি চাপ দিয়ে ঘষবেন না। এতে রোমকূপে জমে থাকা ময়লা ও মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে।
ওপেন পোরসের সমস্যা এড়াতে রোজ সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন ধীরে ধীরে রোমকূপের মুখ সঙ্কুচিত করে দেয়। পাশাপাশি ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে।
তৈলাক্ত ত্বকে ওপেন পোরসের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। কিন্তু তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে চান না অনেকেই। কিন্তু ত্বকের আর্দ্রতা বজায় রাখলে সহজেই ওপেন পোরসের সমস্যা এড়ানো যায়।
ঘন ঘন মুখে হাত দেবেন না। হাতের মাধ্যমে ময়লা, জীবাণু, ব্যাকটেরিয়া ত্বকে লেগে যায়। এখান থেকে ওপেন পোরসে জমে এবং সংক্রমণ তৈরি হয়। ভাল করে হাত ধুয়ে তারপর মুখে দিন।