বর্ষায় ত্বকের নানা সমস্যা বাড়ে। যার মধ্যে অন্যতম হল চোখের চারপাশে শুষ্কতার সমস্যা। চোখের চারপাশের ত্বক মুখের অন্য অংশের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। তাই একটু বেশিই খেয়াল রাখার উচিত চোখের।
মূলত এতে চোখের চারপাশের চামড়ায় টান ধরে। ফলে চামড়া শুকিয়ে যায়। শুধু তাই-ই নয়, এতে ত্বক কুচকে বার্ধক্যের ছাপ পড়ে।
এই সমস্যা থেকে মুক্তির কিছু ঘরোয়া উপায় রয়েছে। যা মেনে চললেই দূর হবে এই সমস্যা। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক...
অ্যালোভেরা ত্বকের জন্য ভীষণই উপকারি একটি উপাদান। ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে বলিরেখার সমস্যা রোধ করতে সাহায্য করে এই অ্যালোভেরা।
চোখের চারপাশের শুষ্কতা মেটাতেও সাহায্য করে এই অ্যালোভেরা। ১ টেবিল চামচ অ্যালোভেরা নিন। এবার তা হাতে নিয়ে চোখের চারপাশে আলতো হাতে মালিশ করে নিন।
এছাড়া ব্যবহার করতে পারেন ভিটামিন ই তেল। এই তেল ত্বকের আর্দ্রতা ফেরায়। ভিটামিন ই তেলে উপস্থিত বার্ধক্যরোধী বৈশিষ্ট বলিরেখার সমস্যা মেটায়।
এই সমস্যা থেকে মুক্তি পেতে কাজে লাগাতে পারেন গ্লিসারিন। কারণ গ্লিসারিন ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। এবং শুষ্ক ত্বকে আর্দ্রতা ফেরায়। একটি তুলোর বলে বা প্যাডের মধ্য়ে কয়েক ফোঁটা গ্লিসারিন নিন। এবার এটি চোখের উপর লাগিয়ে রাখুন। তাহলেই কাজ হবে।
এছাড়া ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলিও। এই ধরেনর বিশেষ জেলি চোখের আশেপাশের আর্দ্রতার সমস্যা মেটাতে সাহায্য করে। হাতে করে পেট্রোলিয়াম জেলি নিয়ে চোখের চারপাশে লাগিয়ে সারারাত রেখে দিন। ফল পাবেন।