চোখই মুখের সৌন্দর্য্য ধরে রাখে। অর্থাৎ সুন্দর কাজল কালো চোখ থাকলে আর কী লাগে বলুন তো। আর চোখকে আকর্ষণীয় করে তুলতে অনেকেই মাস্কারা ব্যবহার করেন।
চোখে মাস্কারা লাগালে সত্যিই আরও সুন্দর হয়ে ওঠে চোখ। তবে শুধু মাস্কারা ব্যবহার করলেই হবে না। মাস্কারা ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে বেশকিছু বিষয়।
এক্ষেত্রে সবার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হল মাস্কারা কেনার সময় দেখে নিতে হবে। তরল মাস্কারা কিনবেন। অনেকসময়ই দোকানে পুরনো স্টক থাকার কারণে মাস্কারা শুকিয়ে যায়। শুকনো মাস্কারা লাগাবেন না।
এছাড়া মাস্কারা কেনার সময় মাথায় রাখতে হবে আরও একটি বিষয়। মাস্কারা কেনার সময় দেখে নেবেন এতে ফর্মালডিহাইডের মতো ক্ষতিকারক রাসায়নিক আছে কি না। থাকলে একেবারেই সেই মাস্কারা কিনবেন না।
এখন বাজারে প্রচুর ওয়াটার প্রুফ মাস্কারা ব্যবহার পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ওয়াটার প্রুফ মাস্কারা চোখের জন্য বেশি ক্ষতিকরাক। তাই ব্যবহার না করাই ভাল।
অনেকরই চোখে নানা সমস্যা থাকে। অ্যালার্জির সমস্যা থাকে। বা মাস্কারা লাগালে চোখ থেকে অনবরত জল পড়ে। যদি আপনারও এই ধরনের সমস্যা হয় তাহলে মাস্কারা ব্যবহার করবেন না।
মাস্কারা ব্যবহারেরও কিছু সঠিক নিয়ম রয়েছে। অনেকেই বার-বার মাস্কারা ব্রাশ ভিতরে বাইরে করে। এতে মাস্কারার ভিতরে হাওয়া ঢুকে যায় ফলে তাড়াতাড়ি মাস্কারা শুকিয়ে যায়।
এবং আরও একটি বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ, তা হল প্রতি ৫-৬ মাস অন্তর মাস্কারা পরিবর্তন করুন। একই মাস্কারা বেশি দিন ব্যবহার করবেন না।